নামেই ভারতবর্ষ হিন্দু বহুল দেশ! কিন্তু এই দেশে সবথেকে অসুরক্ষিত হিন্দুরাই। আর এটা বলার প্রধান কারণ হল, এদেশে সংখ্যাগুরু হিন্দুরাই সবথেকে বেশি আক্রান্ত হয় সংখ্যালঘুদের হাতে। সেটা ধর্ষণ হোক, হত্যা হোক আর কোন হিন্দু মন্দিরে হামলা অথবা হিন্দুদের পুজো বন্ধ হোক। সবখানেই আক্রান্ত হিন্দুরা।
এবার এরকমই এক ঘটনার সাক্ষী হয়ে রইল তামিলনাড়ু। সেখানে এক হিন্দু ব্যাক্তিকে ধারালো অস্ত্র দিয়ে কোপ মারা হয়। ওই হিন্দু ব্যাক্তির নাম এফ বিজয়া রঘু (৩৯)। উনি বিজেপির সাথে ওতপ্রোত ভাবে যুক্ত ছিলেন। রঘু তামিলনাড়ুর ত্রিচির বাসিন্দা। রঘু প্রথম থেকেই নাগরিকতা সংশোধন আইনের (CAA) সমর্থন করছিল। আর সেই কারণেই তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কোপান হয়। ধারালো অস্ত্রের কোপে তাঁর গলা কেটে মৃত্যু শয্যায় পাঠিয়ে দেয় দুষ্কৃতীরা।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, ইসলামিক কট্টরপন্থীরা রঘুর উপরে এই হামলা করে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, হামলাকারী ব্যাক্তির নাম মোহম্মদ বাপু। আর দ্বিতীয়জনের এখনো কোন পরিচয় পাওয়া যায়নি। রঘুকে মারা হয়েছে, কারণ সে নাগরিকতা আইনের সমর্থন করেছিল। এটাই প্রথম না! এর আগেও অনেক হিন্দুকে তামিলনাড়ু, কেরল আর কর্ণাটকে এমন নৃশংস ভাবেই খুন করা হয়েছিল।