করোনাভাইরাস নিয়ে হাহাকার চীনে! প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বললেন, আমরা করব সাহায্য

করোনাভাইরাসের (coronavirus) কারণে গোটা চীনে (China) হাহাকার। এছাড়াও আতঙ্কে ভুগছে গোটা বিশ্ব। আর এরই মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) চীনের রাষ্ট্রপতি শি জিনপিং আর চীনের মানুষদের কাছে এক হওয়ার বার্তা দেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চীনের রাষ্ট্রপতিকে চিঠি লিখে ভারতের তরফ থেকে সবরকম সাহায্যের আশ্বাস দেন।

এছাড়াও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মৃতদের প্রতি শোক ব্যাক্ত করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বুহান প্রান্ত থেকে ভারতীয় নাগরিকদের সুরক্ষিত বের করার জন্য চীনের সরকারের তরফ থেকে করা সহায়তার জন্য ধন্যবাদ জানান।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত চীনে করোনাভাইরাসে মৃতের সংখ্যা ৮১১ হয়ে গেছে। আর আক্রান্তদের সংখ্যা ৩৭ হাজার পার করেছে। চীনের প্রশাসন রবিবার এই তথ্য দিয়েছে। সংবাদ সংস্থা সিনহুয়া অনুযায়ী, চীনের স্বাস্থ আধিকারিকরা জানিয়েছেন যে তাঁরা, ৩১ তি প্রান্তীয় স্তর আর শিনজিয়াং প্রোডাকশন অ্যান্ড কন্সট্রাকশন কর্প থেকে শনিবার সংক্রমণের ২৬৫৬ তি নতুন মামলা আর ৮৯ টি মৃত্যুর খবর পেয়েছে।

সিনহুয়া চীনের রাষ্ট্রীয় স্বাস্থ আয়োগের সুত্র থেকে খবর নিয়ে জানিয়েছে যে, ওই ৮৯ জনের মধ্যে ৮১ জনের মৃত্যু হুবেই প্রান্তে হয়েছে। কমিশন জানিয়েছে, শনিবার ৩৯১৬ টি নতুন করে সন্দেহভাজন মামলা সামনে এসেছে।

শনিবার ৮৭ জন রুগি গুরুতর ভাবে অসুস্থ হয়ে পড়েন, আর ৬০০ জন ঠিক থাকার কারণে তাঁদের হাসপাতাল থেকে ছুটি দিয়ে দেওয়া হয়। চীনে করোনাভাইরাসে করোনাভাইরাসে আক্রান্তদের সংখ্যা শনিবার পর্যন্ত ৩৭,১৯৮ পর্যন্ত পৌঁছেছে। কমিশন জানিয়েছে, এই ভাইরাসে মোট ৮১১ জনের মৃত্যু হয়েছে।

Design a site like this with WordPress.com
Get started