দেশের প্রথম আন্ডারওয়াটার মেট্রো শুরু হচ্ছে আজ, প্রতীক্ষায় গোটা ভারত

জলের নিচে সফর করা মানুষের স্বপ্ন আজ পূরণ হতে চলেছে। কলকাতা মেট্রো রেল কর্পোরেশন (KMRC) ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রোজেক্ট (East-West Corridor) অনুযায়ী, আন্ডারওয়াটার মেট্রো টানেল তৈরি হয়ে গেছে। আজ ১৩ই ফেব্রুয়ারি কলকাতায় (Kolkata) দেশের সর্বপ্রথম আন্ডারওয়াটার মেট্রো দেখার জন্য গোটা ভারত নজর লাগিয়ে বসে আছে। আজকেই এই আন্ডারওয়াটার মেট্রোর উদ্বোধন হবে। এই টানেল কলকাতাকে হাওড়ার সাথে যুক্ত করবে।

এই মেট্রোর নির্মাণ দুটি পর্যায়ে হয়েছে। কলকাতা ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রোজেক্ট প্রায় ১৬ কিমি লম্বা। প্রথম পর্যায়ে এই স্টেডিয়াম সল্টলেক স্টেডিয়াম থেকে সল্টলেক সেক্টর ফাইভের মধ্যে ৫.৫ কিমি বিস্তৃত। এই লাইন করুণাময়ী, সেন্ট্রাল পার্ক, সিটি সেন্টার আর বেঙ্গল কেমিক্যাল মেট্রো স্টেশন পর্যন্ত বিস্তৃত। আর দ্বিতীয় পর্যায়ে আন্ডার গ্রাউন্ড মেট্রো ১১ কিমি পর্যন্ত বিস্তৃত।

এই সুরঙ্গ বানানোর জন্য রাশিয়া আর থাইল্যান্ডের বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে বানিয়েছে। সুরঙ্গে জল আটকানর জন্য বিশ্বের সবথেকে উন্নত প্রজুক্তির ব্যবহার করা হয়েছে। সুরঙ্গে জল প্রবেশ আটকাতে তিনটি স্তরে সুরক্ষা কবচ বানানো হয়েছে। এই সুরঙ্গে ৮০ কিমি প্রতি ঘণ্টার গতিতে মেট্রো রেল দৌড়াবে।

২০০৯ সাল থেকে এই প্রোজেক্টের কাজ শুরু হয়েছিল। বর্তমান রেল মন্ত্রী পীযূষ গোয়েলের কার্যকালে এই কাজ খুবই দ্রুত গতিতে হয়েছিল। ২০২১ এর মধ্যেই এই কাজ শেষ হওয়ার কথা। আপ আর ডাউন লাইনের জন্য দুটি সুরঙ্গ বানানো হবে। এই প্রোজেক্টে প্রায় ৮৫৭৫ কোটি টাকা খরচ হয়েছে।

Design a site like this with WordPress.com
Get started