বাজেটে মধ্যেবিত্ত ও উচ্চমধ্যবিত্তদের জন্য বড়ো উপহার দিল কেন্দ্র! ভারতের ভবিষ্যতের জন্য দূরদর্শি পদক্ষেপ

কেন্দ্রের মোদী সরকার বাজেটে আয়করের উপর বড়ো পরিবর্তন এনে মধ্যেবিত্ত ও উচ্চমধ্যেবিত্তদের বড়ো স্বস্তি দিয়েছে। ৫ লক্ষ অবধি যাদের মাসিক আয় তাদের কোনো ট্যাক্স লাগবে। বার্ষিক আয় ৭.৫ লক্ষ থেকে শুরু করে ১২.৫ লক্ষ হলে তাদের জন্য আগে ৩০% ট্যাক্স দিতে হতো। এখন সেই ট্যাক্স কমিয়ে ২০% করে দেওয়া হয়েছে। যাদের বার্ষিক আয় ৭.৫ লক্ষ থেকে শুরু করে ১০ লক্ষ তাদের ট্যাক্স ২০% থেকে কমিয়ে ১৫% করা হয়েছে। প্রসঙ্গত জানিয়ে দি, সরকার ২০২৪ সাল অবধি দেশের GDP ৫ ট্রিলিয়ন ডলার করার টার্গেট নিয়েছে। সেই ক্ষেত্রে এটা সরকার বড়ো পদক্ষেপ ও মাস্টারস্ট্রোক বলে মনে করা হচ্ছে।


এখন মোদী সরকার ২.০ তাদের প্রথম বাজেটে ট্যাক্স এর রূপরেখা তৈরি করেছে তা বেশ আকর্ষণীয়। বিরোধীরা প্রশ্ন তুলে আসছিল যে কিভাবে দেশের অর্থনীতি ৫ ট্রিলিয়ন ডলার পৌঁছাবে, সেই উত্তর এখন সামনে চলে এসেছে। ৫ লক্ষ টাকা ইনকাম থেকে শুরু করে ১৫ লক্ষ টাকা অবধি ইনকামের যে তালিকা রয়েছে তাতে সকলের জন্য ট্যাক্স কমানো হয়েছে। যাদের আয় ৫ লক্ষ টাকা থেকে সাড়ে ৭ লক্ষ টাকা অবধি তাদের ট্যাক্স ২০% থেকে কমিয়ে ১০%করে দেওয়া হয়েছে।

১২.৫ লক্ষ টাকা থেকে ১৫ লক্ষ অবধি বার্ষিক আয় হলে আগে ৩০% ট্যাক্স দিতে হতো। এখন সেই জায়গায় ২৫% ট্যাক্স দিতে হবে। অর্থাৎ একটা বড়ো মাপের ট্যাক্স সরকার জনগণের বাঁচাতে পদক্ষেপ নিয়েছে। এটা আগামী দিনে ভারতবর্ষের জন্য গেম চেন্জিং হতে চলেছে তা নিয়েও সন্দেহ নেই।

আজ বাজেট পেশ হওয়াকালীন অর্থমন্ত্রী সীতারমন বলেন, আমাদের সরকার সাবকা সাথ, সাবকা বিকাশ এবং সকলের আস্থা নীতি নিয়ে এগিয়ে চলেছে। ভারত আজ বিশ্বের ক্রমবর্ধমান অর্থনীতির নেতৃত্ব দিচ্ছে। ২০১৪ থেকে ২০১৯ সালের মধ্যে, মোদী সরকারের নীতির কারণে 284 বিলিয়ন ডলারের FDI এসেছিল, যার জন্যেই দেশে ব্যাবসা বৃদ্বি হয়েছে।

আমি কেজরিওয়ালের মতো মিথ্যাবাদী জীবনে দেখিনি: অমিত শাহ

দিল্লী নির্বাচনকে কেন্দ্র করে নেতাদের মধ্যে আক্রমন পাল্টা আক্রমন শুরু হয়ে গেছে। দিল্লির বিধানসভা নির্বাচনে আগ্রাসীভাবে প্রচার চালাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বৃহস্পতিবার আরকে নগর, কস্তুরবা নগর ও মালভিয়া নগরে অনুষ্ঠিত সভায় কংগ্রেস এবং আম আদমি পার্টির উভয়কেই আক্রমণ করেছিলেন। সম্প্রতি অমিত শাহ মুখ্যমন্ত্রী কেজরিওয়ালকে কড়া ভাবে আক্রমন করেছেন। অমিত শাহ বলেছেন কেজরিওয়ালের মতো মিথ্যাবাদী আমি জীবনে কখনো দেখিনি। অমিত শাহ বলেছেন, ” কেজরিওয়াল বলেছিল আমি সরকারি বাংলো, গাড়ি নেব না, কিন্তু উনি সব নিয়েছেন। আমি আমার ৫৬ বছরের জীবনে কেজরিওয়ালের মতো মিথ্যাবাদী দেখিনি।”

অন্যদিকে কংগ্রেসের উপরেও আক্রমন করেন অমিত শাহ। কংগ্রেসের মনমোহন সরকারকে মৌনী বাবার সরকার হিসাবে বর্ণনা করে তিনি বলেছিলেন যে ‘আলিয়া, মালিয়া, জামালিয়া’ যারা পাকিস্তানের সীমান্তে প্রবেশ করেছিল তারা আমাদের সৈন্যদের মাথা কেটে ফেলত, কিন্তু মৌনি বাবা তাদের বিরুদ্ধে কথা বলতেন না। অমিত শাহ বলেছিলেন, “এটি ৫৬ ইঞ্চির মোদী সরকার, যে পাকিস্তানের হামলার দশ দিনের মধ্যেই সার্জিক্যাল স্ট্রাইক এবং বিমান হামলা চালিয়ে পাকিস্তানে প্রবেশ করেছিল এবং সন্ত্রাসীদের ছত্র ভঙ্গ করেছিল।”

অমিত শাহ বলেন, তিনি বলেছিলেন, “কংগ্রেসের সোনিয়া-মনমোহন সরকার 10 বছর ধরেছিল। 10 বছর ধরে, আলিয়া, মালিয়া, জামালিয়া পাকিস্তান থেকে আমাদের দেশে প্রবেশ করত, আমাদের সৈন্যদের শিরশ্ছেদ করত। এই মৌনি বাবা চুপ করে বসে থাকতেন।

অমিত শাহ আরো বলেন যে নরেন্দ্র মোদীর সরকার 5 আগস্ট 2019 এ জম্মু ও কাশ্মীর থেকে অনুচ্ছেদ 370 বাতিল করেছিলেন। ২৬ শে জানুয়ারী, জম্মু ও কাশ্মীরে গর্বের সাথে জাতীয় উত্তোলন করা হয়েছিল।অমিত শাহ বলেন, তিনি বলেছিলেন যে কেজরিওয়াল ঘরে ঘরে পাইপলাইন থেকে বিশুদ্ধ জল দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন

মোদী সরকারের মাস্টারস্ট্রোক! ২০২৪ অবধি তাবড় তাবড় দেশকে পেছনে ফেলে ভারত হবে মজবুত অর্থনীতির দেশ

একবার আয়কর (Income tax) নিয়ে চাণক্য ও চন্দ্রগুপ্তের মধ্যে তর্ক বেঁধেছিল। সেই সময় চন্দ্রগুপ্ত ছিলেন রাজা, অন্যদিকে চাণক্য ছিলেন প্রধানমন্ত্রী। চন্দ্রগুপ্তের দাবি ছিল জনগণের ইনকাম ট্যাক্স বৃদ্ধি করতে হবে। চাণক্য প্রশ্নঃ করলেন, তুমি কেন আয়কর বৃদ্বি করতে চাও। চন্দ্রগুপ্ত বলেছিলেন, আমি সমাজসেবা করতে চাই তাই আরো অর্থের প্রয়োজন, বেশি রেভিনিউ সংগ্রহ করতে হবে। তখন মহা পন্ডিত চাণক্য বলেছিলেন, রি ভুল কখনো কত না, কোনো সমাজে মোট উৎপাদনের ৫% এর বেশি ট্যাক্স হওয়া উচিত নয়। চাণক্য বলেছিলেন এখন আমাদের ট্যাক্স হার ৫% লাগু আছে, তাই সংগ্ৰহ বৃদ্বি করতে হলে পরিবেশ এমন সৃষ্টি করো যাতে ব্যাবসা দ্বিগুন হয় এতে ট্যাক্সও দ্বিগুন আসবে। অর্থাৎ মোট কথা দেশের উন্নয়ন করার জন্য ট্যাক্সের হার কমানোর অত্যন্ত প্রয়োজন।

এখন মোদী সরকার ২.০ তাদের প্রথম বাজেটে ( Budget 2020 ) ট্যাক্স এর রূপরেখা তৈরি করেছে তা বেশ আকর্ষণীয়। বিরোধীরা প্রশ্ন তুলে আসছিল যে কিভাবে দেশের অর্থনীতি ৫ ট্রিলিয়ন ডলার পৌঁছাবে, সেই উত্তর এখন সামনে চলে এসেছে। ৫ লক্ষ টাকা ইনকাম থেকে শুরু করে ১৫ লক্ষ টাকা অবধি ইনকামের যে তালিকা রয়েছে তাতে সকলের জন্য ট্যাক্স কমানো হয়েছে। যাদের আয় ৫ লক্ষ টাকা থেকে সাড়ে ৭ লক্ষ টাকা অবধি তাদের ট্যাক্স ২০% থেকে কমিয়ে ১০%করে দেওয়া হয়েছে।

বার্ষিক আয় ৭.৫ লক্ষ থেকে শুরু করে ১২.৫ লক্ষ হলে তাদের জন্য আগে ৩০% ট্যাক্স দিতে হতো। এখন সেই ট্যাক্স কমিয়ে ২০% করে দেওয়া হয়েছে। যাদের বার্ষিক আয় ৭.৫ লক্ষ থেকে শুরু করে ১০ লক্ষ তাদের ট্যাক্স ২০% থেকে কমিয়ে ১৫% করা হয়েছে। প্রসঙ্গত জানিয়ে দি, সরকার ২০২৪ সাল অবধি দেশের GDP ৫ ট্রিলিয়ন ডলার করার টার্গেট নিয়েছে। সেই ক্ষেত্রে এটা সরকার বড়ো পদক্ষেপ ও মাস্টারস্ট্রোক বলে মনে করা হচ্ছে।

৭১ বছরে যেখানে ২ ট্রিলিয়ন ইকোনমি ছিল সেখানে মাত্র ৫ বছরের মধ্যে মোদী সরকারের নেতৃত্বে দেশ ১ ট্রিলিয়ন ডলার ইকোনোমি বৃদ্ধি করতে সক্ষম হয়েছে। এখন দেশ ৩ ট্রিলিয়ন ডলার ইকোনমিতে দাঁড়িয়ে রয়েছে। এবার ২০২৪ অবধি কিভাবে দেশ ৫ ট্রিলিয়নে পৌঁছাবে তার জন দেশের বাজেটের এই পদক্ষেপ মুখ্য ভূমিকা নেবে।

যাঁদের পূর্বপুরুষ দেশ ভাগ করেছিল, তাঁরাই আজ শাহিনবাগে ধরনায় বসেছেঃ যোগী আদিত্যনাথ

আসন্ন দিল্লীর নির্বাচনে (Delhi Election) দলীয় প্রচারে আজ প্রথমবার গেলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)। দিল্লীতে যোগী আদিত্যনাথ করাবল নগর বিধানসভা এলাকা থেকে নির্বাচনী প্রচার শুরু করেন। নির্বাচনী প্রচারে গিয়ে তিনি কেজরীবাল আর আম আদমি পার্টিকে তীব্র আক্রমণ করেন। উনি এর সাথে সাথে শাহিনবাগে (Shaheen Bagh) দেড় মাস ধরে ধরনায় বসা প্রদর্শনকারীদের একহাতে নেন।

উনি বলেন শাহিনবাগের এই ধরনা নাগরিকতা আইনের বিরুধে না। ভারত গোটা বিশ্বে একটি নতুন শক্তি হিসেবে উঠে আসছে, আর ওঁরা এটাতেই ভয়ভীত হয়ে এরকম ধরনায় বসছে। তাঁদের দুঃখ একটাই, এদের পুর্বপুরুষেরা ভারতের টুকড়ো করেছিল, আর আজ সেই ভারত গোটা বিশ্বে শ্রেষ্ঠ জায়গা বানিয়ে নিচ্ছে। এদের পূর্বপুরুষেরা আগাগোড়াই ভারতের ঐতিহ্য, ইতিহাস আর গর্বের সাথে ছেলেখেলা করেছে।

আজ জঙ্গিদের আর বিরিয়ানি খাওয়ানো হয়না। বিরিয়ানি খাওয়ানর শখ কাশ্মীর নিয়ে কংগ্রেসের ছিল, আর শাহিনবাগের মতো ঘটনায় কেজরীবালের আছে।

যোগী আদিত্যনাথ বলেন, এরা স্লোগান তো মহিলা সশক্তিকরণের দেয়, কিন্তু এই দিল্লীতেই নৈনা সাহানি হত্যাকাণ্ডও হয় আর তন্দুর কাণ্ডও হয়। ১৯৫২ সালে যখন কংগ্রেস ছলনার সাথে ৩৭০ ধারাকে সংবিধানের অংশ বানিয়েছিল, তখন বাবা সাহেব আম্বেদক সেটির বিরোধিতা করেছিল। তখনই উনি বলেছিলেন, ৩৭০ ধারা দেশের মধ্যে বিতর্কের কারণ হয়ে দাঁড়াবে। যোগী আদিত্যনাথ বলেন, আপনারা শাহিনবাগ চান? না শুখ আর সমৃদ্ধিতে ভরা দিল্লী?

শাহিনবাগে CAA এর বিক্ষোভকারীদের বিরুদ্ধে ধরনায় বসতে চলেছেন হিন্দু নেতা

প্রসিদ্ধ হিন্দু কার্যকর্তা উপদেশ রানা (Updesh Rana) দিল্লীর শাহিন বাগ (Shaheen Bagh) এলাকায় নাগরিকতা আইনের (CAA) বিরুদ্ধে চলা প্রদর্শনে বিরুদ্ধে ধরনা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এই মাসের ৯ তারিখে উপদেশ রানা শাহিন বাগে চলা ধরনা প্রদর্শনকে কাউন্টার করার সিদ্ধান্ত নিয়েছেন। উপদেশ রানা ইউথ ব্রিগেড নামের একটি সংগঠন চালান তিনি। উপদেশ রানা জানান, ওনার এই সংগঠন গো সেবার কাজের সাথে যুক্ত। উনি বলেন, ‘আমি ৯ ফেব্রুয়ারি শাহিন বাগে যাওয়ার পরিকল্পনা নিয়েছি। পুলিশ কিছুদিন আগেই আমার কাছে আমার আগামী পরিকল্পনা নিয়ে জানতে চেয়েছিল।” উনি বলেন, আমার এই পরিকল্পনা এখনো স্থির না। তবে আমি ওখানে একটি ধরনার আয়োজন করতে চাই। উনি বলেন, আমার এই প্রদর্শনে মহিলারাও থাকবেন। কিন্তু আমাদের প্রদর্শন গণতান্ত্রিক ভাবেই হবে।

আপানদের জানিয়ে রাখি, একদিন আগেই যেই নাবালক দিল্লীর জামিয়ায় গুলি চালিয়ে পুলিশের হাতে ধরা পড়েছে। সে সোশ্যাল মিডিয়ায় উপদেশ রানাকে ফলো করত। ওই নাবালক ফেসবুকে এটাও বলেছিল যে, তাঁর কাছে রানার থেকে যদি অর্ধেক ফলোয়ার্সও থাকত, তাহলে সে শাহিনবাগকে জালিওয়ানাবাগ বানিয়ে দিত।

ওই নাবালক প্রসঙ্গে উপদেশ রানা বলেন, আমি তাঁকে ব্যাক্তিগত ভাবে চিনিনা। এমন হতে পারে যে, সে আমার সাথে সাক্ষাৎ করেছিল আর অন্যদের মতো সেও আমার সাথে ছবি তুলেছিল। ও আমাকে অনেক সময় ম্যাসেজ করত, কিন্তু আমার মনে হয়না আমি ওকে কখনো রিপ্লাই করেছি।

আপনাদের জানিয়ে রাখি, ২০১৭ সালে উপদেশ রানা জয়পুর থেকে গ্রেফতার হয়েছিল। সেই সময় রানা শম্ভুলাল রেগারের সমর্থনে একটি র‍্যালি করেছিল। শম্ভুলাল রেগার রাজস্থানে এক মুসলিম ব্যাক্তিকে নৃশংস ভাবে খুন করে সোশ্যাল মিডিয়ায় ভিডিও আপলোড করেছিল। আপনাদের এও জানিয়ে রাখি যে, কলকাতার টিপু সুলতান মসজিদে ঢুকে ইমাম বরকতি চর মেরে শিরোনামে আসা ব্যাক্তি হলেন উপদেশ রানা।

বাজেটে পান্ডবদের রাজধানী হস্তিনাপুরের জন্য বড় ঘোষণা অর্থমন্ত্রীর

Union Budget 2020 Nirmala Sitharaman Live Update: কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন (Nirmala Sitharaman) মোদী সরকারের দ্বিতীয় কার্যকালের প্রথম বাজেট পেশ করছেন। অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বাজেট পেশের সময় পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় এর একটি কবিটা পড়ে শোনান সবাইকে। দীনদয়ালের কাশ্মীর নিয়ে লেখা কবিতাটা অনেকটা এমন ‘আমাদের দেশ কাশ্মীরের শালিমার বাগানের মতো, আমাদের দেশ ডাল লেকে ফোটা পদ্মের মতো, যুব সমাজের গরম রক্তের মতো, আমার দেশ-তোমার দেশ বিশ্বে সবথেকে সুন্দর দেশ।

অর্থমন্ত্রী বলেন, সমুদ্র বন্দর গুলোকে আরও দক্ষ বানানোর প্রয়োজন। উড়ান স্কিমকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ১০০ টি নতুন বিমানবন্দর তৈরি করা হবে। ২০২০-২১ এ পরিবহণে সুবিধাজনক পরিস্থিতি তৈরি করার জন্য ১.৭০ লক্ষ কোটি টাকা দেওয়া প্রস্তাব। রাষ্ট্রীয় গ্যাস গ্রিডকে বাড়িয়ে ২৭ হাজার কিমি পর্যন্ত করার প্রস্তাব।

মহিলা বিশিষ্ট কার্যক্রমের জন্য ২৮,৬০০ কোটি টাকার প্রস্তাব। পুষ্টি সম্বন্ধীয় কার্যক্রমের জন্য ৩৫ হাজার ৬০০ কোটি টাকার প্রস্তাব। অনুসুচিত জাতি আর পিছিয়ে পড়া জাতিদের জন্য ৮৫ হাজার কোটি টাকার প্রস্তাব। বরিষ্ঠ নাগরিক আর দিব্যাংগদের জন্য ৯ হাজার ৫০০ কোটি টাকার প্রস্তাব। পাঁচটি পুরাতাত্বিক জায়গায় মিউজিয়াম। হস্তিনাপুর, ডোলাবীরা, Adichellanur, রাখিগড়ি ছাড়াও রাঁচিতে ট্রাইবাল মিউজিয়াম বানানো হবে।

একনজরে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর বাজেট নিয়ে কিছু ঘোষণাঃ

  • আমাদের সরকার ওডিএফ প্লাসের প্রতি প্রতিবদ্ধ।
  • ২০২৪ এর মধ্যে দেশের সমস্ত জেলায় ঔষধি কেন্দ্রের বিস্তার করা হবে।
  • স্বাস্থ ক্ষেত্রের জন্য ৬৯ হাজার কোটি টাকার আর্থিক সাহায্য।
  • স্বচ্ছ ভারত মিশনের জন্য ১২ হাজার ৩০০ কোটি টাকার সাহায্য।
  • জন জীবন মিশনের জন্য ৩.৬০ লক্ষ কোটি টাকার সাহায্য।
  • সৌরপাম্প বসাতে সাহায্য করবে সরকার। তৈরি করা হবে আরও হিমঘর। এক্ষেত্রে সাহায্য করবে মুদ্রা (MUDRA) ও নাবার্ড (NABARD)
  • কৃষকদের স্বার্থে চালু হবে নতুন কিষাণ রেল
  • কৃষকদের উন্নয়নে ১৬ দফা যোজনা
  • ১৫ লক্ষ কৃষককে সৌরচালিত পাম্পসেট দেওয়া হবে।
  • মার্চ ২০২১ পর্যন্ত ১৫০ টি উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান গড়ার প্রস্তাব।
  • রাষ্ট্রীয় পুলিশ বিদ্যালয়ের প্রস্তাব।
  • বঞ্চিত বর্গের জন্য ডিগ্রি স্তরে অনলাইন শিক্ষা কার্যক্রমের প্রস্তাব।
  • শিক্ষা ক্ষেত্রের জন্য ৯৯ হাজার ৩০০ কোটি টাকার প্রস্তাব।
  • কৌশল বিকাশ প্রোজেক্টের জন্য ৩ হাজার কোটি টাকার প্রস্তাব।

Budget 2020 Live: দেশে ১০০ টি নতুন বিমান বন্দরের প্রস্তাব

Union Budget 2020 Nirmala Sitharaman Live Update: কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন (Nirmala Sitharaman) মোদী সরকারের দ্বিতীয় কার্যকালের প্রথম বাজেট পেশ করছেন। অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বাজেট পেশের সময় পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় এর একটি কবিটা পড়ে শোনান সবাইকে। দীনদয়ালের কাশ্মীর নিয়ে লেখা কবিতাটা অনেকটা এমন ‘আমাদের দেশ কাশ্মীরের শালিমার বাগানের মতো, আমাদের দেশ ডাল লেকে ফোটা পদ্মের মতো, যুব সমাজের গরম রক্তের মতো, আমার দেশ-তোমার দেশ বিশ্বে সবথেকে সুন্দর দেশ।

অর্থমন্ত্রী বলেন, সমুদ্র বন্দর গুলোকে আরও দক্ষ বানানোর প্রয়োজন। উড়ান স্কিমকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ১০০ টি নতুন বিমানবন্দর তৈরি করা হবে। ২০২০-২১ এ পরিবহণে সুবিধাজনক পরিস্থিতি তৈরি করার জন্য ১.৭০ লক্ষ কোটি টাকা দেওয়া প্রস্তাব। রাষ্ট্রীয় গ্যাস গ্রিডকে বাড়িয়ে ২৭ হাজার কিমি পর্যন্ত করার প্রস্তাব।

একনজরে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর বাজেট নিয়ে কিছু ঘোষণাঃ

  • আমাদের সরকার ওডিএফ প্লাসের প্রতি প্রতিবদ্ধ।
  • ২০২৪ এর মধ্যে দেশের সমস্ত জেলায় ঔষধি কেন্দ্রের বিস্তার করা হবে।
  • স্বাস্থ ক্ষেত্রের জন্য ৬৯ হাজার কোটি টাকার আর্থিক সাহায্য।
  • স্বচ্ছ ভারত মিশনের জন্য ১২ হাজার ৩০০ কোটি টাকার সাহায্য।
  • জন জীবন মিশনের জন্য ৩.৬০ লক্ষ কোটি টাকার সাহায্য।
  • সৌরপাম্প বসাতে সাহায্য করবে সরকার। তৈরি করা হবে আরও হিমঘর। এক্ষেত্রে সাহায্য করবে মুদ্রা (MUDRA) ও নাবার্ড (NABARD)
  • কৃষকদের স্বার্থে চালু হবে নতুন কিষাণ রেল
  • কৃষকদের উন্নয়নে ১৬ দফা যোজনা
  • ১৫ লক্ষ কৃষককে সৌরচালিত পাম্পসেট দেওয়া হবে।
  • মার্চ ২০২১ পর্যন্ত ১৫০ টি উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান গড়ার প্রস্তাব।
  • রাষ্ট্রীয় পুলিশ বিদ্যালয়ের প্রস্তাব।
  • বঞ্চিত বর্গের জন্য ডিগ্রি স্তরে অনলাইন শিক্ষা কার্যক্রমের প্রস্তাব।
  • শিক্ষা ক্ষেত্রের জন্য ৯৯ হাজার ৩০০ কোটি টাকার প্রস্তাব।
  • কৌশল বিকাশ প্রোজেক্টের জন্য ৩ হাজার কোটি টাকার প্রস্তাব।

BUDGET 2020: শিক্ষা ক্ষেত্রে ৯৯ হাজার ৩০০ কোটি টাকার প্রস্তাব নির্মলা সীতারামন এর

Union Budget 2020 Nirmala Sitharaman Live Update: কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন (Nirmala Sitharaman) মোদী সরকারের দ্বিতীয় কার্যকালের প্রথম বাজেট পেশ করছেন। অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বাজেট পেশের সময় পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় এর একটি কবিটা পড়ে শোনান সবাইকে। দীনদয়ালের কাশ্মীর নিয়ে লেখা কবিতাটা অনেকটা এমন ‘আমাদের দেশ কাশ্মীরের শালিমার বাগানের মতো, আমাদের দেশ ডাল লেকে ফোটা পদ্মের মতো, যুব সমাজের গরম রক্তের মতো, আমার দেশ-তোমার দেশ বিশ্বে সবথেকে সুন্দর দেশ।

একনজরে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর বাজেট নিয়ে কিছু ঘোষণাঃ

  • আমাদের সরকার ওডিএফ প্লাসের প্রতি প্রতিবদ্ধ।
  • ২০২৪ এর মধ্যে দেশের সমস্ত জেলায় ঔষধি কেন্দ্রের বিস্তার করা হবে।
  • স্বাস্থ ক্ষেত্রের জন্য ৬৯ হাজার কোটি টাকার আর্থিক সাহায্য।
  • স্বচ্ছ ভারত মিশনের জন্য ১২ হাজার ৩০০ কোটি টাকার সাহায্য।
  • জন জীবন মিশনের জন্য ৩.৬০ লক্ষ কোটি টাকার সাহায্য।
  • সৌরপাম্প বসাতে সাহায্য করবে সরকার। তৈরি করা হবে আরও হিমঘর। এক্ষেত্রে সাহায্য করবে মুদ্রা (MUDRA) ও নাবার্ড (NABARD)
  • কৃষকদের স্বার্থে চালু হবে নতুন কিষাণ রেল
  • কৃষকদের উন্নয়নে ১৬ দফা যোজনা
  • ১৫ লক্ষ কৃষককে সৌরচালিত পাম্পসেট দেওয়া হবে।
  • মার্চ ২০২১ পর্যন্ত ১৫০ টি উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান গড়ার প্রস্তাব।
  • রাষ্ট্রীয় পুলিশ বিদ্যালয়ের প্রস্তাব।
  • বঞ্চিত বর্গের জন্য ডিগ্রি স্তরে অনলাইন শিক্ষা কার্যক্রমের প্রস্তাব।
  • শিক্ষা ক্ষেত্রের জন্য ৯৯ হাজার ৩০০ কোটি টাকার প্রস্তাব।
  • কৌশল বিকাশ প্রোজেক্টের জন্য ৩ হাজার কোটি টাকার প্রস্তাব।

কৃষকদের সৌরচালিত পাম্পসেট দেওয়ার ঘোষণা অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের

Union Budget 2020 Nirmala Sitharaman Live Update: কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন (Nirmala Sitharaman) মোদী সরকারের দ্বিতীয় কার্যকালের প্রথম বাজেট পেশ করছেন। অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বাজেট পেশের সময় পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় এর একটি কবিটা পড়ে শোনান সবাইকে। দীনদয়ালের কাশ্মীর নিয়ে লেখা কবিতাটা অনেকটা এমন ‘আমাদের দেশ কাশ্মীরের শালিমার বাগানের মতো, আমাদের দেশ ডাল লেকে ফোটা পদ্মের মতো, যুব সমাজের গরম রক্তের মতো, আমার দেশ-তোমার দেশ বিশ্বে সবথেকে সুন্দর দেশ।

একনজরে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর বাজেট নিয়ে কিছু ঘোষণাঃ

  • আমাদের সরকার ওডিএফ প্লাসের প্রতি প্রতিবদ্ধ।
  • ২০২৪ এর মধ্যে দেশের সমস্ত জেলায় ঔষধি কেন্দ্রের বিস্তার করা হবে।
  • স্বাস্থ ক্ষেত্রের জন্য ৬৯ হাজার কোটি টাকার আর্থিক সাহায্য।
  • স্বচ্ছ ভারত মিশনের জন্য ১২ হাজার ৩০০ কোটি টাকার সাহায্য।
  • জন জীবন মিশনের জন্য ৩.৬০ লক্ষ কোটি টাকার সাহায্য।
  • সৌরপাম্প বসাতে সাহায্য করবে সরকার। তৈরি করা হবে আরও হিমঘর। এক্ষেত্রে সাহায্য করবে মুদ্রা (MUDRA) ও নাবার্ড (NABARD)
  • কৃষকদের স্বার্থে চালু হবে নতুন কিষাণ রেল
  • কৃষকদের উন্নয়নে ১৬ দফা যোজনা
  • ১৫ লক্ষ কৃষককে সৌরচালিত পাম্পসেট দেওয়া হবে।

ভারত এখন বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থব্যাবস্থা, কৃষকদের আয় করা হবে দ্বিগুন: নির্মলা সীতারমন, কেন্দ্রীয় অর্থমন্ত্রী

মোদী সরকারের ২.০ পর্বের প্রথম বাজেট পেশ করা হচ্ছে। সম্বোধনের সময় নির্মলা সীতারমণ (Nirmala Sitharaman) বলেন যে আমাদের সরকার কৃষকদের জন্য বড় প্রকল্প বাস্তবায়ন করেছে। সরকার কৃষি উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করেছে, প্রধানমন্ত্রী ফসল বীমা প্রকল্পের আওতায় কোটি কোটি কৃষক উপকৃত হয়েছেন। সরকারের উদেশ্য কৃষকদের আয় দ্বিগুণ করা। কৃষকদের খোলা বাজারের প্রয়োজন, যাতে তাদের আয়ের পরিমাণ আরও বাড়ানো যায়। কৃষকদের জন্য বড় ঘোষণা করে নির্মলা সীতারমণ বলেন যে আমাদের সরকার কৃষকদের জন্য ১৬ দফা সূত্র ঘোষণা করে, যা কৃষকদের উপকার করবে।

নির্মলা সীতারমন জানিয়েছেন, রাজ্য সরকার কর্তৃক আধুনিক কৃষি ভূমি আইন কার্যকর করা থেকে শুরু করে জলের সমস্যার সমাধান পর্যন্ত ১৬ টি নীতির উপর কাজ করবে সরকার। আসলে ভারতবর্ষের জমি খুবই উর্বর, এখানে যে সমস্ত উৎপাদন সম্ভব তা বিশ্বের কোথাও সম্ভব নয়। তাই সরকার কৃষি ও কৃষকদের আয় বৃদ্ধির উপর বিশেষভাবে জোর দেবে।

ভারত যখন যখন আর্থিক শক্তিশালী হয়ে বিশ্বকে নেতৃত্ব দিয়েছে তখন তখন ভারতের কৃষি ব্যাবস্থা উচ্চ পর্যায়ে ছিল। এখন কেন্দ্র সরকার আবার সেই প্রচেষ্টায় লেগে পড়েছে। নির্মলা সীতারমন বলেছেন, আমরা এখন বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থব্যবস্থা।

 

অর্থমন্ত্রী সীতারমন বলেন, আমাদের সরকার সাবকা সাথ, সাবকা বিকাশ এবং সকলের আস্থা নীতি নিয়ে এগিয়ে চলেছে। ভারত আজ বিশ্বের ক্রমবর্ধমান অর্থনীতির নেতৃত্ব দিচ্ছে। ২০১৪ থেকে ২০১৯ সালের মধ্যে, মোদী সরকারের নীতির কারণে 284 বিলিয়ন ডলারের FDI এসেছিল, যার জন্যেই দেশে ব্যাবসা বৃদ্বি হয়েছে।

Design a site like this with WordPress.com
Get started